১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

সত্যি কি শ্রীলীলাকে ‘বিয়ে’ করছেন কার্তিক আরিয়ান

প্রতিদিনের ডেস্ক॥
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী শ্রীলীলার প্রেমের গুঞ্জন চলছে দীর্ঘ সময় ধরে। এবার সে গুঞ্জনকেই সত্যি প্রমাণ করলেন অভিনেতার মা মালা তিওয়ারি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মালা তিওয়ারি মুখ খুলেছেন তার ভবিষ্যত পুত্রবধূ সম্পর্কে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মালাকে প্রশ্ন করা হয় তিনি কেমন পুত্রবধূ চান? উত্তরে কার্তিকের মা বলেন, ‘পরিবারের সবাই চান হবু বৌমা যেন একজন ভালো ডাক্তার হন।’মালার এমন উত্তরেই ভক্তরা দুইয়ে দুইয়ে চার গুনছেন। কেননা কার্তিকের মায়ের এমন বক্তব্য ইঙ্গিত দিচ্ছে অভিনেত্রী শ্রীলীলার দিকেই।
অভিনেত্রী শ্রীলীলা বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করলেও তিনি পড়াশুনা শেষ করেছেন চিকিৎসা শাস্ত্রে। শ্রীলীলার মাও একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। বাবা সুরাপনেনি শুভকর রাও বিখ্যাত শিল্পপতি।এদিকে কার্তিকের পরিবারে সবাই চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত। বাবা, মা ও বোন সবাই ডাক্তার। তাই শ্রীলীলাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন এমনটাই অনুমান করছেন ভক্তরা।এ জল্পনাকে আরও উসকে দিয়েছেন অভিনেতার বোন কৃতিকা। সম্প্রতি কৃতিকা ক্যারিয়ারে মাইলস্টোন উদ্‌যাপন করতে একটি পার্টির আয়োজন করেন। সেখানে আমন্ত্রিত ছিলেন শ্রীলীলাও। অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক নজরে পড়ে উপস্থিত অতিথিদেরও।
উল্লেখ্য, ২০০১ সালের ১৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে এক তেলেগু পরিবারে জন্ম নেন শ্রীলীলা। চিকিৎসা শাস্ত্রে পড়াশুনা শেষ করলেও বিনোদন জগতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়