১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

আপনার ফোনের মেয়াদ শেষ কবে?

প্রতিদিনের ডেস্ক:
নতুন ফোন কিনলে তা মোবাইলের নির্দিষ্ট বক্সে প্যাক হয়ে আসে। ফোনের সঙ্গে নানা জিনিসপত্রও থাকে সেই বক্সে। বেশিরভাগ মানুষ স্মার্টফোনের বক্স ফেলে দেন। তবে এই ভুল করবেন না।স্মার্ট ফোনের একটি খালি বক্সও কিন্তু খুব প্রয়োজনীয়। কারণ এখানেই থাকে একটি গোপন কোড। জানেন ফোনের বক্সের পেছনে কোন গোপন কোডটি লেখা থাকে?আপনি কি জানেন, সব কিছুর যেমন মেয়াদ শেষ হয়, তেমনই সব ফোনের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। মেয়াদ শেষ হওয়ার তারিখ নির্ধারণ করে যে পণ্যটি কতদিন ব্যবহার করা যাবে। অবশ্য ফোনের মেয়াদ শেষের তারিখ এগিয়ে এলে নানা লক্ষণ দেখাতে শুরু করে ফোন। বিভিন্ন ধরনের সমস্যাও তৈরি হয়।ফোনের বাক্সের পেছনে লেখা থাকে গোপন কোড, যা থেকে মেয়াদ শেষ হওয়ার তারিখ জানা যায়। সবকিছুর যেমন মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে, তেমনি ফোনেরও মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে।ফোনের মেয়াদ শেষ হওয়ার তারিখ কখনই আনুষ্ঠানিকভাবে ঠিক করা হয় না। কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যা দেখে বুঝতে পারি ফোন পরিবর্তন করার সময় এসেছে।ফোনের খালি বক্সে লেখা থাকে আইএমইআই কোড। তবে আপনি এটি মোবাইল বিল/রসিদে এই কোডটি খুঁজে পেতে পারেন। বিল না পেলে এখান থেকে এই নম্বরটি সরিয়ে ফেলতে পারেন।এই IMEI কোড প্রতিটি মোবাইলকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে সাহায্য করে। কারও ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও পুলিশ এই নম্বর চায়, ফোনটিকে ট্র্যাক করার জন্য।ফোন বিক্রি করতে গেলে, পুরো বক্স এবং আনুষঙ্গিক জিনিস ডিভাইসের মান বাড়িয়ে দিতে পারে। এতে ক্রেতার মনে ভালো ছাপ পড়ে, ফলে ভালো দাম পাওয়া যায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়