৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

ছোট ছেলের জন্মদিনে শাকিবের শুভেচ্ছা

প্রতিদিনের ডেস্ক॥
ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন ঢালিউড কিং শাকিব খান। শুক্রবার (২১ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে শুভেচ্ছা বার্তা দেন ‘প্রিয়তমা’খ্যাত এই নায়ক।পুত্র শেহজাদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে স্ট্যাটাসটি দেন শাকিব খান। তাতে তিনি লেখেন, “শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার। বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো।”
পুত্র শেহজাদের পাশে থাকার ভরসা দিয়ে শাকিব খান লেখেন, “মনে রেখ, যখন আমাকে তোমার প্রয়োজন, সবসময়ই আমি তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি।”
২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলী। এতে অভিনয় করতে গিয়ে এক প্রেমের সম্পর্কে জড়ান এই জুটি। ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন তারা। ২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন বুবলী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়