১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

রাজগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত‍্যু

উত্তম চক্রবর্তী,রাজগঞ্জ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের আটঘরা গ্রামের মোজাম্মেল কারিকারের ছেলে আরিয়ান হোসেন (৮) ২৪ মার্চ সোমবার সকাল দশটার দিকে বাড়ির পুকুরে একা গোসল করতে যায়। কাঠ ও বাঁশের তৈরি পুকুরের ঘাট দিয়ে নামার সময় পা পিছলে পানিতে পড়ে তলিয়ে যায়। সেই থেকে খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে গ্রামের মসজিদের মাইকে ছেলের সন্ধানে প্রচার করে বলে তার পরিবার সূত্রে জানা যায়। এক পর্যায়ে এদিন বিকাল সাড়ে তিনটার দিকে পুকুরের ঘাটে খেপলা জাল ফেলে তার মৃত্যু উদ্ধার করে। এ বিষয়ে নেংগুড়াহাট মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক ও নিহতের প্রতিবেশী আবুল বাশার জানান- সকাল থেকে আমরা সকলে মিলে আরিয়ানকে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে এক পর্যায়ে বিকেলে পুকুরে জাল ফেলে তার মরদহটি উদ্ধার করেছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়