প্রতিদিনের ডেস্ক॥
অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ছিল ভারতের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কারের কনসার্ট। কিন্তু মঞ্চে উঠতে প্রায় তিন ঘণ্টা দেরি করলেন তিনি। এদিকে, দর্শকাসনে নেহার জন্য ক্রমাগত মানুষের অপেক্ষা বাড়ছিল। আসতে দেরি হওয়ায় যত সময় গেছে তত দর্শকদের ধৈর্যের বাঁধ ভেঙেছে ক্রমাগত। যদিও এ কারণে মঞ্চে উঠে সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেন নেহা। তারপরই গায়িকার অঝোরে কান্না শুরু হয়। আর এতেই ক্ষেপে গেলেন দর্শকরা। নেহা গাইতে উঠে প্রথমেই ক্ষমা চেয়ে নিয়ে বলেন, আপনারা সত্যিই ভালো। অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। আমার এটা দেখে খুব ভালো লাগছে। আমি জীবনে কখনো কাউকে এতটা অপেক্ষা করাইনি। আপনারা এত সময় অপেক্ষা করেছেন আমি সত্যিই দুঃখিত। এই সন্ধ্যাটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। নেহার এমন কথা শুনে দর্শকাসন থেকে একের পর এক মন্তব্য উঠে আসে। একজন বলেন, চলে যান। হোটেলে গিয়ে বিশ্রাম নিন। এটা ভারত নয়, অস্ট্রেলিয়া। দর্শক আসন থেকে এরপর ক্রমাগত নানা সমালোচনায় অস্বস্তিতে পড়েন গায়িকা। অপমানিত হয়ে নেহা যখন জোরে জোরে কাঁদতে শুরু করেন, তখন দর্শকদের কেউ কেউ চিৎকার করে বলেন, খুব ভালো অভিনয় হচ্ছে। নাটক কম করুন, এটা ইন্ডিয়ান আইডল নয়। এই কথা শুনে কোনো জবাব দেননি নেহা। ঘণ্টাখানেক গান গেয়েই মঞ্চ ত্যাগ করেন তিনি।