৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

‘এটা খুবই খামখেয়ালিপনা’

প্রতিদিনের ডেস্ক॥
ক’দিন আগেই সংবাদ সম্মেলনে অভিনয় ছাড়ার কথা জানান চিত্রনায়িকা বর্ষা। অভিনয় ছাড়ার বিষয়ে তার কিছু মন্তব্যে সামাজিক মাধ্যমে একাধিক তারকা ক্ষোভ প্রকাশ করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন পরীমনি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, জি ছোট্ট আপা, একদম সঠিক বলেছেন আপনি। একটা সময় থাকে দেখতে নায়িকা নায়িকা লাগে, (আপনার ভাষ্যমতে) দেখতে সুন্দর লাগে পর্দাতে। কিন্তু আপা, আপনার বাচ্চা বড় হওয়ার সঙ্গে পর্দাতে হিরোইন লাগার কোনো ব্যাপারই নেই। কারণ আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন সেটা আজীবনই রয়ে যাবে। জি, আপনি খুবই বাস্তববাদী! আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো তিনটা সিনেমা শেষ হওয়ার পরেই সিনেমা থেকে সরে যেতে চাইছেন! যদি সত্যি আপনার নিজস্ব কোনো অনুভূতি থাকে, এখান থেকে চলে যেতে চান, তো এই মুহূর্তেই ছেড়ে দেন। আর যদি না ছাড়তে হয় তাহলে আজীবন এটাকে স্বগর্বে সহন করে যান। এই যে আপনি এত যুগ পরে এসে আপনার বাচ্চার দোহাই দিচ্ছেন, এটা খুবই খামখেয়ালিপনা! পরীমনি বলেন, আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়! তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে তারা ভুলতে পারবে, কোনোদিন আপনি নায়িকা ছিলেন? কোনো একদিন নাচ-গান করেছেন? যা দেখে শিস বাজিয়েছিল সিনেমা হলের রিকশাচালক দর্শক? সেগুলো অন্তত ভুলিয়ে দেন আমাদেরকে। তারপর আপনার বাচ্চাদের নিয়ে চিন্তা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়