এম এ রহিম, চৌগাছা
যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যৌথ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার স্বরুপদাহ ইউনিয়ন শাখার উদ্যোগে গয়ড়া পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এ যৌথ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াত ইসলামী স্বরুপদাহ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীস। প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চৌগাছা উপজেলা আমির মাওলানা আনিসুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল-মামুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার কামলাল আহমেদ, মাস্টার রহিদুল ইসলাম খান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সেক্রেটারী মুফতি শিহাব উদ্দীন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা গিয়াস উদ্দীন।
আব্দুল লতিফ লতার পরিচালনায় বক্তৃতা করেন ইসলামী আন্দোলন চৌগাছা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান, হাজী সিহাব উদ্দীন, ফিরোজ খান, মাওলানা দেলোয়ার হুসাইন, আব্দুল লতিফ ও আশাদুল ইসলাম প্রমুখ।