রেজাউল করিম, লোহাগড়া
নড়াইল পৌরসভার রেলস্টেশন এলাকায় হাবিবুর রহমান নামে এক ফুল ব্যবসায়ীকে অপহরণ করে দুই লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে ৩ জনকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। আটককৃতরা হল পৌরসভার ভওয়াখালী গ্রামের হাবিবুর রহমান ভূইয়ার ছেলে সাফাত ভূইয়া,মতিয়ার মাস্টারের ছেলে মুন কাজী ও হাফিজ শেখের ছেলে জাবির শেখ । ব্যবসায়ী হাবিবুর রহমান সদর উপজেলার লস্কারপুর গ্রামের গোলাম রব্বানী মোল্যার ছেলে। মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফুল ব্যবসায়ী হাবিবুর রহমানকে পৌরসভার দূর্গাপুর এলাকা থেকে কৌশলে তুলে নিয়ে ভওয়াখালী রেল স্টেশন এলাকায় আটকে রাখে আসামিরা। এসময় ভুক্তভোগীর কাছে থাকা পাঁচ হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়াও দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ভুক্তভোগী ব্যবসায়ীর স্বজনদের নিকট ফোন করে। পরে সদর থানা পুলিশকে এ ঘটনাটি অবহিত করা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে নড়াইল সদর থানার পুলিশ। এসময় আসামি সাফাতকে হাতেনাতে আটক করা হয়। তবে অন্য আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ফুল ব্যবসায়ী হাবিবুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন,ব্যবসায়ীকে অপহরণের খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি। এসময় ঘটনাস্থল থেকে আসামি সাফাত ভুইয়াকে এবং বুধবার রাতে অভিযান চালিয়ে আরও দুই আসামি মুন কাজী ও জাবির শেখকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।