৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ও খেদাপাড়া ইউনিয়নের ১১০ জন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হিউম্যানিটি সার্ভিস ক্লাবের উদ্যোগে এ খাদ্যা সামগ্রী বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি মোঃ মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক মোঃ বিপ্লব কবীর, ক্লাবের সাধারণ সম্পাদক সবুজ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, সহ সাধারণ সম্পাদক আজারুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, দপ্তর সম্পাদক আবু রায়হান, প্রচার সম্পাদক আলভী রহমান, রক্ত বিষয়ক সম্পাদক রিফাত হোসেন রাফি, কোষাধক্ষ্য ইকবাল মাহমুদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাকিব হোসেন রিঙ্কু, যোগাযোগ বিষয়ক সম্পাদক আবু সাঈদ, ধর্ম বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, কার্যনির্বাহী সদস্য আবির হোসেন শিশির, জাকির হোসেন, ফিরোজ হোসেন, ইব্রাহিম হোসেন, রনি হোসেন প্রমুখ। উপজেলার ঝাঁপা ও খেদাপড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১১০ পরিবারের মাঝে তেল, আলু, পেঁয়াজ, রসুন, ঝাল, সাবান, শ্যাম্পু, সেমাই, চিনি, কিসমিস, বাদাম সহ খাদ্য সামগ্রী বিতরণ করা। ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো। উপহার পেয়ে আনন্দিত পরিবারের সদস্যরা বলেন- ঈদ উপলক্ষে হিউম্যানিটি সার্ভিস ক্লাবের পক্ষে আমাদের সকলকে ঈদের বাজার দিয়েছেন। এটা পেয়ে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। এর আগে আমাদের মাঝে কেউ এমনভাবে আয়োজন করেনি। ভবিষ্যতেও যদি ঈদের সময় আমাদের জন্য এমন আয়োজন করা হয় তাহলে আমাদের পরিবার ঈদের দিন খুশিতে উৎফুল্ল হবে। এ বিষয়ে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বিপ্লব কবীর বলেন- ঈদ উপলক্ষে আমরা সর্বোচ্চটা চেষ্টা করেছি, আমাদের ঈদের খুশি ভাগাভাগি করার জন্য। যেহেতু ওনারা আমাদের প্রতিবেশী, অনেক কষ্ট করে পরিবার পরিচালনা করেন, এজন্য তাদের মাঝে ঈদের খুশিটা ভাগাভাগি করার জন্য চেষ্টা করেছি। উনারা যেন স্বাচ্ছন্দে আমাদের মাঝে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন সেজন্য আমরা হিউম্যানিটি সার্ভিস ক্লাবের উদ্দ্যোগে ১১০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করেছি। ঈদ সামগ্রী বিতরণের আত্মিক সহযোগিতা করেছেন দেশ ও দেশের বাইরের ভাইদের সকলের ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি বিপ্লব কবীর।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়