৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

রাস্তার উপর প্রাচীর নির্মাণ : কাজ বন্ধের দাবীতে ইউএনও দপ্তরে অভিযোগ

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছা পৌরসভার অভ্যন্তরে পৌর নীতিমালা উপেক্ষা করে রাস্তার উপর প্রাচীর নির্মান করায় এক প্রভাষকের বিরুদ্ধে ইউএনওসহ তিনটি দপ্তরে অভিযোগ হয়েছে। অভিযোগে প্রকাশ, পৌরসভার অভ্যান্তে ৯ নং ওয়ার্ডে অবস্থিত বাতিখালীর রাস্তা। স্থানীয়ভাবে ১৭ টি পরিবারের শতাধিক লোক ছাড়াও বহু লোক এপথ দিয়ে চলাচল করেন। অধিকাংশ পরিবারই চাকরিজীবি। রাস্তার দু-পাশের বাসিন্দা পাইকগাছা সরকারী কলেজের প্রভাষক মাসুদুর রহমান মন্টু রাস্তার উপর প্রাচীর নির্মান করছেন। অপর পাশে প্রভাষক রোহতাব উদ্দিন বাড়ী ও বার্থ রুম নির্মান করে চলাচলের পথ খুবই সংকীর্ণ করে রাখছেন। রাস্তার সংকোচিত না করার দাবীতে উপজেলা নির্বাহী অফিসার, পৌর দপ্তর ও থানায় অভিযোগ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার গাজী রুহুল আমিন ও ব্যাংকার জাহিদুর রহমান গত ১৫ মার্চ এ অভিযোগ করেন। কোন প্রকার সীমানা নির্ধারণ ছাড়া কাজ বন্ধ রাখতে বলেন থানা পুলিশ। এরপর বৃহস্পতিবার ভোর রাত চারটা থেকে কাজ করছে। এবিষয়ে প্রভাষক মন্টু বলেন, আমি ৬ ইঞ্চি জায়গা ছেড়ে আমার জমিতে প্রাচীর দিচ্ছি। এখানে অন্যদের কিছু বলার নেই। পৌর সভার প্রকৌশলী মোঃ নুর আহম্মদ বলেন রাস্তা থেকে ৩ ফুট দুরে প্রাচীর নির্মানের নীতিমালা উপেক্ষা সঠিক নয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহেরা নাজনীন বলেন, যিনি হোন না কেন পৌর নীতিমালা অনুসরণ করে তাকে কাজ করতে হবে। জনগণের ভোগান্তি হোক এটা করা যাবেনা।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়