৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্টান ও সংগঠনের উদ্যোগে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়। এর আগে প্রত্যুষে ৩১ বার ত্বপোধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এছাড়া সকল সরকারি বেসরকারি ও আধাসরকারিসহ স্বায়ত্ত্বশাষিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বুধবার সকাল আটটায় গোপালপুর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের পর একে মুক্তিযোদ্ধা সংসদ, শ্যামনগর থানা, উপজেলা লেডিস ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস, শ্যামনগর সরকারি মহসীন কলেজ, শ্যামনগর মডার্ণ স্কুল, শ্যামনগর পল্লী বিদ্যুৎ সমিতিসহ অপরাপর প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়। স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণ শেষে পাশ্বস্থ বীর মুক্তিযোদ্ধাদের কবরে (মুক্তিযুদ্ধে শত্রুর গুলিতে সেখানে নিহত হয়) শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, সহকারী পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা, প্রেস ক্লাব সভাপতি সামিউল মনির প্রমুখ।এদিকে বেলা ১০টায় স্বাধীনতা দিবসের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয় উপজেলা মডার্ন স্কুল মাঠে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এসময় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। পরবর্তীতে জাতীয় পতাকা উত্তোলনের পর সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন ও অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর। এবং কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়