প্রতিদিনের ডেস্ক॥
দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিলেন বলিউড অভিনেত্রী এমি জ্যাকসন। পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় সদ্যজাতের ছবি দিয়ে এই সুখবর জানিয়েছেন। এমনকি সন্তানের নাম তিনি নিজেই ঘোষণা করে লিখেছেন, স্বাগত অস্কার আলেকজান্ডার ওয়েস্টউইক। এই খবর ছড়াতেই অনুরাগীরা বলছেন, অবশেষে অস্কার এলো এমির ঝুলিতে।