১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শরণখোলায় সাড়ে ২৭ হাজার টাকায় কোরাল বিক্রি

শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় ২১ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৮ মার্চ) খুড়িয়াখালী বাজারে মাছটি সাড়ে ২৭ হাজার টাকায় বিক্রি করা হয়। সুন্দরবনের পর্যটন ব্যবসায়ী মো. রাসেল আহমেদ জানান, বনের কটকা এলাকা থেকে আ. হালিম নামের এক জেলে জাল পেতে মাছটি ধরেন। পরে খুড়িয়াখালী বাজারের মুকুল নামের এক মৎস্য আড়তদার এক হাজার ১৯০ টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় মাছটি ক্রয় করেন। আড়তদার মুকুল জানান, কোরাল মাছটি তিনি ২৭ হাজার ৫০০ টাকায় স্থানীয়দের কাছে বিক্রি করেন। এতে তার আড়াই হাজার টাকা লাভ হয়েছে। এতো বড় কোরাল সচরাচর পাওয়া যায় না। বড় মাছের চাহিদা থাকায় দাম বেশি হলেও বিক্রি করতে কোনো সমস্যা হয় না। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফারুক আহমেদ জানান, বছরের তিন মাস সুন্দরবনে মাছ ধরা বন্ধ থাকে। যে কারণে নিষেধাজ্ঞা শেষে জেলের জালে প্রচুর মাছ ধরা পড়ে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়