১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

এই বসন্তে হৃদয়ে ক্ষত এবং বসন্তের দূত

বিপুল চন্দ্র রায়
ফাগুনের হাওয়ায় উৎসবের রঙে মেতে ওঠে প্রকৃতি,
বসন্তের আগমন ধ্বনি গাছে গাছে নতুন কুঁড়ি।
অথচ এই বসন্তে হারিয়ে ফেলেছি প্রেমিকাকে—
প্রেম বিচ্ছেদে হৃদয়ে ক্ষত
গুটিবসন্ত ছেয়েছে আমাকে;
যেন মৃত্যুকে করেছি আলিঙ্গন।
আজ এই বসন্তের রাতে, আমি স্তব্ধ—
বসন্ত যেন হারানোর এক হাওয়া বইয়ে দেওয়া সময়।
****
বসন্তের দূত
হলুদ শাড়ি পরা তুমি সেই নারী
কপালে লাল টিপ
চুলে খোঁপা বেঁধে ফুল জড়িয়ে
রং ছড়াও প্রতিটি প্রাণে,
বিপুল ঐশ্বর্যের অধিকারী তুমি বাসন্তী।
গাছে পাতার আড়ালে লুকিয়ে মিষ্টি কণ্ঠে ডাকা
তুমি সে বসন্তের দূত কোকিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়