১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

মুসলিম উম্মাহর প্রার্থনা

মোহাম্মদ ফরহাদুল ইসলাম
হে আল্লাহ! প্রত্যেক মুসলিমকে ঈমান দাও
হযরত আবু বকরের মতো অটুট দৃঢ়তায়,
বিশ্ব মুসলিম উম্মাহকে এক কর
আমাদের অন্তরে থাকুক তারই ধারায়।
সালাউদ্দিনের মতো সেনাপতি বানাও
মসজিদুল আকসা জয় করি আমরা,
ভালোবাসার শক্তি, ঈমানের অগ্নি
দ্বীপমালা দেখাতে পারি স্বর্গীয় ভূমি।
মেহমেদ ফাতিহের মতো ঈমানি শক্তি দাও
ফিলিস্তিনে মুসলিম মজলুম রক্ষা করি,
বিচারের বাণী হয়ে উঠুক আমাদের ভাষা
সত্যের পথ প্রজ্জ্বলিত করতে পারি সারা জগতে।
নূরউদ্দিন জেঙ্গির মতো সহানুভূতি দাও
দুর্দিনে জেগে ওঠে আমাদের পথচলা,
মুসলিম উম্মাহর পাশে দাঁড়িয়ে
মজলুমের সহায় হতে পারি, গন্তব্য হোক মুক্তি।
ওসমান গাজীর মতো সাহসী সেনাপতি বানাও
ন্যায়ের পথে আগাই, ইসলামি শাসন প্রতিষ্ঠা করি,
প্রতিটি ভূমি জয় করি তোমার নামে
বৈষম্যহীন পৃথিবী গড়তে পারি আমরা।
হযরত ওসমানের মতো সম্পদ দাও
ইসলামের বিজয়ের পথে দান করি,
হযরত ওমরের মতো শাসক বানাও
যেন রাতের অন্ধকারে না খেয়ে থাকা
গরিব-দুঃখীদের খবর নিতে পারি।
কবি: অনার্স দ্বিতীয় বর্ষ, চট্টগ্রাম কলেজ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়