১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

বৈশাখ উপলক্ষে সিঁথির গান

প্রতিদিনের ডেস্ক॥
সবশেষ চলতি বছরের শুরুতে তাহসান রহমান খানের সঙ্গে ‘একা ঘর আমার’ গানটি গেয়ে বেশ প্রশংসিত হন সিঁথি সাহা। গানটির ভিন্নধর্মী কথা, সুর ও সংগীত শ্রোতা-দর্শকদের নজর কাড়ে। এদিকে, এবার মাস দুয়েকের বিরতি দিয়ে পহেলা বৈশাখকে সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সিঁথি সাহা। গানের শিরোনাম ‘তোর লাইগা’। গানটির বাংলা কথা লিখেছেন সৈয়দ আতিক। বার্জার প্রেজেন্টস সিঁথি সাহার এ গানটি তারই ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ১২ই এপ্রিল। এ গান প্রকাশ উপলক্ষে সিঁথি সাহা বলেন, বরাবরই একটু ব্যতিক্রম কিছু করার চেষ্টা থাকে। সুযোগ পেলে গান নিয়ে এক্সপেরিমেন্ট করতেও চাই। তারই ধারাবাহিকতায় ‘তোর লাইগা’ গানটি করা। গানটির ভিডিওতেও আমাকে দেখা যাবে। সিঁথি সাহা বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে গানটি প্রকাশ হতে যাওয়ায় আরও বেশি ভালো লাগছে। আগে তো বেশ ঘটা করে অনেক গান প্রকাশ পেতো এ দিবসকে কেন্দ্র করে। এখন আর সেই গান কিংবা অ্যালবাম প্রকাশের সেই ধারা নেই। তবে, তার মাঝেও একটি অন্তত গান ভিডিওসহ প্রকাশ করতে পারছি। তাই ভালো লাগছে। আমার বিশ্বাস, গানটি ভালো লাগবে সবার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়