১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

চৌগাছায় ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা চৌগাছায় আলাদা অভিযান চালিয়ে সাড়ে ৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে উপজেলার জগন্নাথপুর পূর্ব পাড়া থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসাদুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে। এছাড়া একই গ্রাম থেকে মৃত ছানার আলীর ছেলে আলমগীর হোসেন টুকুকে (৪৬) আড়াইশ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪৭ হাজার টাকাসহ আটক করা হয়। এই ঘটনায় চৌগাছা থানায় আলাদা দুইটি মামলা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়