মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
কোটচাঁদপুরের জিটি কলেজের অবৈধ কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবীতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। রবিবার সকালে কলেজের সামনের সড়কে এ মানববন্ধন করেন তারা। রোববার সকাল ১০ টা বাজে। দুই শতাধিক নারী পুরুষ জড়ো হয়েছে কোটচাঁদপুর ঘাঘা- তালসার জিটি কলেজ মাঠে। তাদের অনেকের হাতে ছিল বিভিন্ন ধরনের হাতে লেখা ফেস্টুন। এর কিছুক্ষন পর শুরু হয় মানববন্ধন। হাতে হাত দিয়ে সৃষ্টি করেন লম্বা লাইন। শুরু হয় মানববন্ধন। যা চলে ঘন্টাব্যাপী। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাহার আলী, শফি উদ্দিন লস্কর, বনি আমিন, এনায়েত আলী, হাবিল খা, হাসান মোহাম্মদ, আনোয়ার হোসেন, আব্দুল করিম। এ ছাড়া বক্তব্য রাখেন ওই কলেজের ছাত্রী চুমকি খাতুন, রিতা খাতুন, সুমাইয়া খাতুন, হাসনা হেনা। তারা বলেন, অনেক কস্টে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। সে সময় থেকে কিছু মানুষ কলেজের উন্নতি বাধাগ্রস্ত করেছেন। আবারও একটি পক্ষ অবৈধ ভাবে পকেট কমিটি গঠন করে কলেজটিকে ধ্বংসের দিকে নিতে চাচ্ছেন। আমরা তা কখন আর তাদের সে খায়েস মেটাতে দেবোনা। তারা বলেন,বর্তমানে যাকে কলেজের সভাপতি করা হয়েছে। তিনি ছিলেন এই কলেজের সাবেক অধ্যক্ষ। যিনি প্রতিষ্টা লগ্ন থেকে কলেজের অর্থ আত্মসাৎ করেছেন। পরে অনেক আন্দোলন সংগ্রাম করে,সে টাকার কিছু আদায় হলেও বেশির ভাগ টাকাই রয়েছে তাঁর কাছে। এখন আবার তিনি ঘাঘা তালসার গ্রামের কিছু মানুষ হাত করে। তাদের সহযোগিতায় কলেজের সভাপতি হয়েছেন। আমরা ওই অবৈধ কমিটির অবৈধ সভাপতিকে মানিনা মানবো না। তারা অবিলম্বে কমিটি বাতিল করে, নতুন কমিটি গঠনের দাবী জানিয়েছেন। এ সময় বিভিন্ন শ্লোগানে কলেজ চত্বর মুখরিত করেন মানববন্ধনে অংশ গ্রহনকারীরা।