১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

কোটচাঁদপুর উপজেলা কমিটি অনুমোদন উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা

মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা কমিটি কর্তৃক কোটচাঁদপুর উপজেলা কমিটি অনুমোদন উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। রবিবার সকাল ১১ টার সময় কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডে হৃদয় হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আহবায়ক আবু হুরায়রা, সদস্য সচিব সাইদুর রহমান, কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর, যুগ্ম সদস্য সচিব আল শাহরিয়ার, মুখপাত্র ফাওজিয়া ফারিয়া, উপজেলা সদস্য সচিব ফায়াজ আহমেদ অনিক, মূখ্য সংগঠক আলী হাসান, পথ প্রদর্শক সাকিফ আল হাসান, হামিদুর রহমান রানা, অয়ন রহমান খান, তানভির জামান প্রতিক প্রমুখ। এ সময় বক্তারা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলেন আজ আপনারা স্বাধীনভাবে চলছেন, কথা বলছেন এবং নিজ ঘরে ঘুমাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের মাধ্যমে। তাই কেউ বিভেদ সৃষ্টি ও অহংকার করবেন না। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়