১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ২২৭

প্রতিদিনের ডেস্ক
ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকের রাজধানীতে নাইটক্লাবের ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২৭ জনে দাঁড়িয়েছে। এক রাতেই চারজনের মৃত্যু হয়েছে, যার ফলে রোববার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়েছে বলে জানা গেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের দুর্ঘটনার পর সান্তো ডোমিঙ্গোর ওই ক্লাবের ধ্বংসস্তূপ থেকে ১৮৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে আহত ১৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে নিহতদের সকলের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। ছাদ ধসে পড়ার সময় নাইটক্লাবটিতে জনপ্রিয় মেরেংগে গায়ক রুবি পেরেজের কনসার্ট চলছিল। উপস্থিত সঙ্গীত উপভোগকারীদের মধ্যে রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং একজন ফ্যাশন ডিজাইনারও ছিলেন। এই দুর্ঘটনায় রুবি পেরেজ নিজেও মারা গেছেন।
গত বৃহস্পতিবার শহরের জাতীয় থিয়েটারে গায়ক রুবি পেরেজের সমাধিতে দেশটির রাষ্ট্রপতি লুইস আবিনাদার এবং তার স্ত্রী রাকেল আরবাজে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান। এখনও পর্যন্ত শনাক্ত হওয়া অন্যান্য নিহতদের মধ্যে রয়েছেন, প্রাক্তন মেজর লীগ বেসবল (এমএলবি) খেলোয়াড় অক্টাভিও ডোটেল এবং টনি এনরিক ব্লাঙ্কো ক্যাব্রেরা। আরো রয়েছেন, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মন্টেক্রিস্টির গভর্নর নেলসি ক্রুজ, তার ভাই সাতবারের এমএলবি অল-স্টার নেলসন ক্রুজ, তিনিও মারা গেছেন। ডোমিনিকান রিপাবলিকের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর আত্তালাহ শনিবার (১২ এপ্রিল) সাংবাদিকদের বলেন, ‘ক্ষতিগ্রস্তদের শনাক্ত করতে বিলম্ব হচ্ছে কারণ, তাদের বেশিরভাগেরই বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে পরিচয় মেলাতে হয়েছে। কর্মকর্তারা বলছেন, ছাদ কেন ভেঙে পড়ল তা নির্ধারণ করা এখন খুব জরুরী হয়ে পড়েছে, যদিও বৃহস্পতিবার উদ্ধারকারী দল ভারী যন্ত্রপাতি গুছিয়ে নেওয়ার পর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে। উল্লেখ্য, নাইটক্লাবটির ছাদ থেকে প্রথমে ধুলোবালি পড়তে শুরু করে। এর কয়েক সেকেন্ড পরেই ছাদ ধসে পড়ে। তখন গায়ক পেরেজ জনাকীর্ণ ক্লাবটির মঞ্চে ছিলেন। শহরের জাতীয় থিয়েটারে গায়ক রুবি পেরেজের শেষকৃত্য অনুষ্ঠান হয়। কালো ও সাদা পোশাক পরে শোকার্তরা পেরেজের শেষকৃত্যে অংশ নেন। সেখানে তখন বাজানো হয় বিখ্যাত এই শিল্পির গাওয়া জাতীয় সঙ্গীতের রেকর্ডিং।-সূত্র : স্কাই নিউজ

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়