১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

রূপদিয়ায় অন্যের জমিতে অবৈধভাবে দখল করে গড়ে তোলা বাড়িঘর ভাঙচুরের সাথে জামায়াতের কোন সংশ্লিষ্টতা নেই

নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের রূপদিয়ায় অন্যের জমিতে অবৈধভাবে দখল করে গড়ে তোলা ১৪টি বাড়িঘর ভাঙচুরের সাথে জামায়াতে ইসলামীর কোন সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ বছর ধরে দখলদার ভাড়াটিয়াদের উচ্ছেদে জমির মালিক তার লোকজন নিয়ে এ ভাংচুর চালিয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ায়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করে যশোর জেলা জামায়াতের নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, গত ১৩ এপ্রিল যশোর সদরের রূপদিয়া মধ্যপাড়ায় ১৪টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় ও জাতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে জামায়াতে ইসলামীকে জড়িয়ে রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের জামায়াতে ইসলামীর নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। জমির মালিক খবির খাঁ প্রকৃতপক্ষে জামায়াতের কোনও দায়িত্বশীল বা নেতা নন। ভাঙচুরের যে ঘটনা ঘটেছে বা ঘটানো হয়েছে তা তাদের পারিবারিক ও জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ঘটেছে। জামায়াতের কোনও নেতা বা কর্মীর এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই। তিনি বলেন, রাজনৈতিকভাবে জামায়াতকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুযোগসন্ধানী একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে আমি, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, হাফেজ মাওলানা আশরাফুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীলরা গত ১৫ এপ্রিল বেলা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন যায়। ওই সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবারের ১৫ জনকে চার হাজার করে মোট ৬০ হাজার টাকা অনুদান দেয়া হয়। আমি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের কাছে সরেজমিনে তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদঘাটনের জোর দাবি জানিয়েছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর জেলা কমিটির সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, দফতর সম্পাদক নূর-ই-আলী নূর মামুন, শহর জামায়াতের সেক্রেটারি ইমরান হুসাইন, সাবেক ছাত্রনেতা আবুল কাশেম, আলমগীর হোসেন প্রমুখ। উল্লেখ্য, যশোর সদরের রূপদিয়া মধ্যপাড়ায় দরিদ্র ১৪ পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গত রবিবার সকালে এ হামলা ভাংচুরের ঘটনা ঘটেছিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়