১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শার্শায় জমি বিরোধে হামলা, নারীসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাইকোলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার রাতে একটি পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ দু’জন আহত হন। ভুক্তভোগী রিপন হোসেন জানান, সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে রাত ৮টার দিকে বাইকোলা গ্রামের তরিকুল ইসলাম ও তার ভাই পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে ৫-৬ জন হামলা চালায়। তারা লাঠিসোঁটা নিয়ে বাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধর করে। এতে তার ভাবী ডালিয়া খাতুন গুরুতর আহত হন এবং তার ভাইজির গলা থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে বৃদ্ধ বাবা-মাকেও মারধর করা হয়।
ঘটনার পরপরই আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বুধবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ বলেন, আমি কেন হুমকি দেব? অভিযোগ মিথ্যা। শার্শা থানার ওসি রবিউল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, জাহাঙ্গীর আরিফের বিরুদ্ধে পূর্বেও চাকরি জীবনে নানা অভিযোগ রয়েছে বলে বিভিন্ন জাতীয় পত্রিকার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়