১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

‘আমার রাজ্যে আমিই রানী’

প্রতিদিনের ডেস্ক॥
২০০৫ সালে র‌্যাম্প মডেলিং দিয়ে শোবিজে পা রাখেন বেনজীর ইশরাত। এরপর উপস্থাপনা করে আলোচনায় আসেন। মডেল হিসেবে কাজ করেছেন বেশকিছু বিজ্ঞাপনে। সর্বশেষ ২০১৭ সালে বৈশাখী টিভি’র ‘শুধু সিনেমার গান’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন বেনজীর। কাজ করেছেন মিউজিক ভিডিওতেও। তবে মিডিয়ায় ব্যস্ত থাকা অবস্থাতেই বিয়ে করে সংসারী হন তিনি। ২০১৭ সালে মো. নাজমুল হাসান তারেকের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়ে লন্ডন পাড়ি জমান তিনি। এরপর থেকে সেখানেই থিতু হয়েছেন এই মডেল-উপস্থাপিকা। বর্তমানে তার রয়েছে তুবা নামের কন্যা ও তাবিদ নামের পুত্র সন্তান। সেই থেকে শোবিজ থেকে অনেকটা দূরে থাকলেও অন্য পরিচয়ে পরিচিত হয়েছেন বেনজীর। তিনি নিয়মিত ব্লগিং করে যাচ্ছেন। সংসারের পাশাপাশি ব্লগিং করেও দারুণ পরিচিতি পেয়েছেন তিনি। তার ইউটিউব সাবস্ক্রাইবারের সংখ্যা লাখের কাছাকাছি। এদিকে, গত ঈদের আগেই দেশে এসেছেন মিডিয়ার এই পরিচিত মুখ। মানবজমিনের সঙ্গে আলাপকালে বেনজীর বলেন, এবার প্রায় ৮০ দিনের জন্য দেশে এলাম। মূলত দু’টি ঈদ পরিবারের সঙ্গে কাটাতে ও চিকিৎসার জন্যই এই আসা। আমি যেহেতু ব্লগিং করি, আমার দেশে আসার বিষয়টাও অনেকেই জেনে গেছেন। মিডিয়ার আমার কাছের বন্ধুরা দেখা করতে আসছেন। সবমিলিয়ে ভালোই সময় কাটছে দেশে। আগের সময়টাকে মিস করেন? বেনজীর বলেন, সেই সময়টাকে কে না মিস করবে বলুন! ১৮-১৯ বছরের সময়টার আবেদনই আলাদা। তখন নানা কাজে ব্যস্ত ছিলাম। এখন শুধুই সংসার আর ব্লগিং। এই বিষয়টা কেমন উপভোগ করছেন- উত্তরে বেনজীর বলেন, এখানে আমার রাজ্যে আমিই রানী। কারণ আমি স্বাধীন মতো যখন খুশি ব্লগ করতে পারি। কোনো চাপ নেই। মানুষ পছন্দ করছেন ভিডিওগুলো, সেটা ভালো লাগার একটি বিষয়। দুই সন্তান, সংসার সামলে লন্ডনে এই কাজ করাটাও কিন্তু সহজ নয়। তবে আমি চেষ্টা চালিয়ে যাই। মডেলিংয়ে ফেরা হবে কিনা- বেনজীর বলেন, সেটা সময়ের হাতে ছেড়ে দিয়েছি। আমি দেশে এলে একটু ব্যস্ত হই মডেলিংয়ে। তবে এবার সেটা হচ্ছে না। আশা করছি, পরের বার হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়