১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে জমি নিয়ে বিরোধে হামলা: মামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার কামালপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে মারধরের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনার প্রায় এক মাস পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এ মামলা দায়ের করা হয়। মামলাটি করেছেন কামালপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী সুরাইয়া আক্তার রিয়া ওরফে ঋতু। আসামি করা হয়েছে একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আলআমিন (২৫), সৈয়দ পাটালীর ছেলে বাদশা (২৬) এবং বাদশার মা কুলসুম (৪৫)-কে। মামলার এজাহারে রিয়া উল্লেখ করেন, তার স্বামী কবির হোসেনের সঙ্গে আসামিদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আসামিরা প্রায়ই তার স্বামী ও ছেলে রেজওয়ান ইসলামকে (২৪) খুন জখমের হুমকি দিতেন। ঘটনার বিবরণে তিনি জানান, গত ৩১ মার্চ রাত ৯টার দিকে আসামিরা বাঁশের লাঠি, জিআই পাইপ ও লোহার রড নিয়ে তাদের বাড়িতে হানা দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে তার ছেলে রেজওয়ানকে মারধর করা হয়। পরে তিনি ও তার স্বামী কবির হোসেন ছেলেকে রক্ষা করতে গেলে তারাও হামলার শিকার হন। ওই সময় রিয়ার শ্লীলতাহানিরও অভিযোগ করা হয়েছে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত তিনজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। রেজওয়ান ও রিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও কবির হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়