১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে যশোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
যশোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে গাঁজা ও নগদ টাকাসহ আটক করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত সদর উপজেলার চাউলিয়া ও রামনগড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন, সদর উপজেলার চাউলিয়ার সাইদুলের স্ত্রী ছালমা বেগম (৪০) এবং রামনগর গ্রামের জাবেদের স্ত্রী ফাতেমা (৩৬)। অভিযানে ছালমা বেগমের কাছ থেকে ২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, গাঁজা মাপার মেশিন ও নগদ ৫ হাজার টাকা এবং ফাতেমার কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা ও ৫৯ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।এ সময় মাদক ক্রয় করতে আসা আরও দুইজন ব্যক্তিকেও আটক করা হয়। তারা হলেন, সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামের শওকত আলীর ছেলে মিরাজুল ইসলাম (২২) এবং নরেন্দ্রপুর গ্রামের আজিজুল হাকিমের ছেলে আমিনুল্লাহ (২৭)। স্থানীয় সূত্রে জানা গেছে, ছালমা বেগম ও ফাতেমা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। তবে অভিযানের সময় ছালমার স্বামী সাইদুল ও ফাতেমার স্বামী জাবেদ পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।অভিযান শেষে আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য যশোর সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়