১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

নাইজেরিয়ার সোনার খনিতে সশস্ত্র হামলা, নিহত ২৬

প্রতিদিনের ডেস্ক॥
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে একটি সোনার খনিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা আরআইএ নভস্তির প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ান মাইনার্স ইউনিয়নের প্রতিনিধি ইয়াহায়া আদামু গোবিরাওয়া বলেছেন, হামলার ঘটনাটি প্রথম ঘটেছিল গত মঙ্গলবার (২২ এপ্রিল)। তবে তখন সেটি প্রতিহত করা গিয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আরও বড় সংখ্যায় অস্ত্রধারীরা ফিরে আসে, তাদের কাছে তখন ছিল ভারী অস্ত্রশস্ত্র। জামফারার এই সোনার খনিতে হামলাকারীরা সেখানকার খনিজ সম্পদ লক্ষ্য করে আক্রমণ চালায়। খনিজ শিল্পে এ ধরণের সহিংসতা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হলেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক। ‘দ্য কনভারসেশন’ এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ পাওয়া যায়। যেমন সোনা, গ্রানাইট, জিপসাম, কাওলিন, লেটারাইট, লাইমস্টোন, ফসফেট, পটাশ ও কোয়ার্টজ বালি। নাইজেরিয়ার খনিজ বিষয়ক মন্ত্রী ডেলে আলাকে বলেছেন, ‘অবৈধ খনন কর্মকাণ্ডের পেছনে প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে এবং তারাই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ জোগান দেয়।’ নাইজেরিয়ার উত্তর ইডোর সিনেটর অ্যাডামস ওশিওমহোলে অভিযোগ করেছেন, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা আফ্রিকার এই দেশে অবৈধ খনি খননের সমন্বয়কারীর ভূমিকা পালন করছেন।-সূত্র : প্রাভদা

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়