১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

আনচেলত্তিকে সময় বেঁধে দিল ব্রাজিল

প্রতিদিনের ডেস্ক॥
জাতীয় দলের নতুন কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে পেতে ২৬ মে পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিনোদন ও ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, লা লিগায় এই মৌসুমে রিয়াল মাদ্রিদের ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত আনচেলত্তির জন্য অপেক্ষা করতে রাজি আছে ব্রাজিল। বর্তমানে পাঁচ ম্যাচ বাকি রেখে লা লিগা টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। আর ৪ পয়েন্ট ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। আগামী ১১ মে এল-ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই দল। মৌসুমের লিগ টাইটেলের দৌড়ে বড় ভূমিকা রাখতে পারে এই ম্যাচের ফল।
তবে আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেও, মাদ্রিদ ছাড়ার প্রক্রিয়া ও আর্থিক শর্ত নিয়ে এখনো তাদের মধ্যে সমঝোতা হয়নি। এই বিষয়ে আনচেলত্তি ও মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ শিগগিরই আলোচনায় বসবেন বলে জানিয়েছে ইএসপিএন। আনচেলত্তির সঙ্গে মাদ্রিদের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে তিনি যদি চুক্তি ভেঙে ব্রাজিলের দায়িত্ব নিতে চান, তাহলে মাদ্রিদ ব্রাজিলের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারবে। ইএসপিএন সূত্র মতে, বেতনের বিষয়ে আনচেলত্তিকে নিয়ে একটি সমঝোতার পথে হাঁটতে পারে মাদ্রিদ ও ব্রাজিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়