১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

‘এখনই বৈভবকে মাথায় তোলা উচিত নয়’

প্রতিদিনের ডেস্ক॥
উড়তে উড়তে যেন ধুপ করে মাটিতে পড়া-ক্রিকেটও কি জীবনের চেয়ে কম! টের পেয়েছেন বৈভব সূর্যবংশী। আগের ম্যাচে ৩৫ বলে সেঞ্চুরি করে কাঁপিয়ে দিয়েছিলেন ক্রিকেট বিশ্ব, আজ তাকে নিয়েই উল্টো চর্চা। বাকি অনেকের মতো ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারও সতর্ক করে দিয়েছেন, ওকে নিয়ে এত মাতামাতি কর না। কদিন আগে যখন ১৪ বর্ষী বৈভবকে নিয়ে আলোচনা চলছিল, তখন বিরেন্দ্র শেওয়াগ শঙ্কার কথা শুনিয়েছিলেন- ভারতের ক্রিকেটে বৈভব হতে চলছেন ধুপ করে জ্বলে চুপ করে নিভে যাওয়া আরেকজন। একটা পথ বাতলে দিয়েছিলেন শেওয়াগ, ‘বিরাট কোহলি হওয়ার স্বপ্ন নিয়ে এগোও বৈভব। টাকা আর যশের জোশ চলে আসলে শুরুতেই থেমে যেতে হবে।’ এর পরদিনই আইপিএলে বৈভবের তাণ্ডব। যার ব্যাটের গতি দেখে মুগ্ধ হয়েছিল ক্রিকেটবিশ্ব। তিনিই গতকাল মাথা নিচু করে ফিরেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শূন্য রান করে ফিরেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। এরপরই সমালোচনা, তবে কি আগের ম্যাচটি ফ্লুক। এমনটি মানছেন না গাভাস্কার। তবে কিংবদন্তি বলছেন, শেখার কথা।
তরুণ তুর্কিকে পরামর্শ দিয়ে গতকাল গাভাস্কার বলেছেন, ‘বৈভবকে আরও উন্নতি করতে হবে। রাহুল দ্রাবিড়ের পাশে বসে ওকে শিখতে হবে। কীভাবে নিজের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা রপ্ত করতে হবে। তাহলেই আগামী দিনে ও উন্নতি করতে পারবে। সে কারণেই এখনই ওকে এতটা মাথায় তোলা উচিত নয়।’ সাবেক এই ভারতীয় কিংবদন্তি মনে করেন, অতিরিক্ত প্রশংসা বৈভবের ওপর প্রত্যাশার চাপ তৈরি করবে। তাই এ ক্ষেত্রে ওকে মাটিতে পা রেখে চলতে হবে, ‘অভিষেক ম্যাচের প্রথম বলেই বড় ছয় মেরেছিল বৈভব। কিন্তু প্রতিবার যে এমন ঘটবে, তা যেন ভেবে না বসে। বোলাররা নিখুঁতভাবে ওর ব্যাটিং খতিয়ে দেখেই পরবর্তী ম্যাচগুলোয় গেমপ্ল্যান তৈরি করবে। সেটি মোটেও সহজ হবে না। আউটও হয়ে যেতে পারে। তাই পরের ম্যাচে ও কীভাবে নিজের ব্যাটিংয়ে ফোকাস করে সেটাই দেখব।’ আইপিএলে এনিয়ে চার ম্যাচ খেলেছেন আলোচনায় থাকা বৈভব। প্রতিপত্তি অবশ্য কম জোগাননি। অভিষেক দিনে খেলেছেন ৩৪ রানের ইনিংস। পরের ম্যাচে ১৬ এবং গুজরাটের বিপক্ষে তার ব্যাটিং তাণ্ডবে ১০১ রান। গতকাল শূন্য। সব মিলিয়ে ১৫১ রান জমা করেছেন বৈভব। তার ব্যর্থতার দিনে রাজস্থান রয়্যালসও পারেনি জিততে। মুম্বাইয়ের ২১৭ রানের জবাবে থেমেছে ১০০ রান পেছনে। ৪ মে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লড়বে বৈভবের দল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়