১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

এ মাসেই বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা

প্রতিদিনের ডেস্ক॥
এ মাসেই বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল। বিসিবি জানিয়েছে, আকবর আলীর নেতৃত্বে টাইগারদের ইমার্জিং টিম তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে। পরশু ঢাকায় পা রাখবে সফরকারী দল। বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ৭ তারিখ ঢাকায় এসে ওইদিনই রাজশাহীর উদ্দেশ্যে যাবে প্রোটিয়া দল। ৮ ও ৯ তারিখে রেস্ট ডে। ১০, ১১ তারিখ অনুশীলনের পর প্রথম ওয়ানডে ১২ তারিখ। ওয়ানডে সিরিজটি বসবে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে। ১২ তারিখ পঞ্চাশ ওভারের প্রথম ম্যাচের পর যথাক্রমে ১৪ ও ১৬ তারিখে বাকি দুটি ম্যাচ। এরপর চট্টগ্রামে প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয় ও সফরের শেষ ম্যাচটি বসবে ঢাকায়। প্রোটিয়াদের বিপক্ষে দুটি সিরিজের জন্য দল দিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড। আকবরের নেতৃত্বে খেলবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে আছেন জর্জ মার্থিনিয়াস ফন হেরেডেন। দুটি সিরিজের জন্য তারাও দিয়েছে ১৫ সদস্যের দল। বাংলাদেশ ইমার্জিং দল:- আকবর আলী (অধিনায়ক), মো. মাহফুজুল ইসলাম, জিসান আলম, রায়হান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরাব আমিন, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ, ওয়াসি সিদ্দিকি, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল ও আসাদুজ্জামান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়