প্রতিদিনের ডেস্ক॥
ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছায় স্বাভাবিকভাবেই বর্তমান সময়ের সেরা ফুটবলার কে এই আলোচনায় নেই ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। তবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের আলোচনায় ঠিকই আছেন দুজনে। এখনো বিভিন্ন সময় তাদের নিয়ে চায়ের কাপে ঝড় ওঠে। যাই-হোক মেসি-রোনালদোর বর্তমান যোগ্য উত্তরসূরী কে তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। অনেকেই এই তালিকায় আছেন। কৈশোর পেরোনোর আগেই এই তালিকায় জায়গা করে নিয়েছেন লামিনে ইয়ামালও। বয়স মাত্র ১৭ বছর হলেও তার অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণেই ফুটবল পণ্ডিতসহ কোচরা তাকে সেরা খেলোয়াড় বলতে বাধ্য হচ্ছেন। তেমনি এক অবিশ্বাস্য পারফরম্যান্স গতকাল চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালে দেখিয়েছেন ইয়ামাল। বার্সেলোনা-ইন্টার মিলানের ৩-৩ ড্রয়ের ম্যাচে অবিশ্বাস্য এক গোলের সঙ্গে জাদুকরী পারফরম্যান্স করেছেন। তাতে নিজ দলের কোচের কাছ থেকে তো পেয়েছেনই সঙ্গে প্রতিপক্ষের কোচকেও প্রশংসা করতে বাধ্য করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড। ইন্টারের কোচ সিমোনে ইনযাঘি বলেছেন, ‘তার মতো ৫০ বছরের একবার আসে।’ এ কারণেই ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রথম গোলের নায়ক মার্কাস থুরামের কাছে জানতে চাওয়া হয়েছিল বর্তমান সময়ের সেরা ফুটবলার কি ইয়ামাল। তবে সংবাদ মাধ্যম ক্যানাল প্লাসের করা প্রশ্নের সঙ্গে একমত হননি ইন্টারের ফরোয়ার্ড। ফরাসি তারকার মতে, জাতীয় দলের দুই সতীর্থ উসমান দেম্বেলে ও কিলিয়ান এমবাপ্পের পর ইয়ামালের অবস্থান। ম্যাচ শেষে থুরাম বলেছেন, ‘বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার ফ্রান্সে। সঙ্গে দ্বিতীয় জনও। তারা হচ্ছেন উসমান দেম্বেলে ও কিলিয়ান এমবাপ্পে। এই দুজনের পরেই লামিনে ইয়ামাল।’ থুরামের এমন মন্তব্যে যদি কষ্ট পেয়েও থাকেন ইয়ামাল তাহলে নিজের খুনে পারফরম্যান্স আরেকবার তাকে দেখানোর সুযোগ পাচ্ছেন বার্সার উদীয়মান তারকা। আগামী ৬ মে সান সিরোতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে দুই দল মুখোমুখি হবে।

