১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

এক কড়াইয়ে রুটি-তরকারি রান্নার ভিউ ১২২ মিলিয়ন

প্রতিদিনের ডেস্ক
ভিডিওটি হয়ত আপনিও দেখে ফেলেছেন। এক লোক কড়াইয়ের মাঝখানে আটার প্রলেপ দিয়ে একপাশে রুটি, অন্যপাশে সবজি রান্না করছেন। মজার সেই উদ্ধাবনী আইডিয়ার ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওর ভিউ সংখ্যা ৫ দিনেই ছাড়িয়েছে ১২২ মিলিয়ন! মি. উমেশ নামের একজন ইউজার ভিডিওটি পোস্ট করেছেন। উমেশ ভারতের নাগরিক। ফলোয়াড়দের জন্য ফানি ভিডিও বানান। তার ইন্সটায় ৫৭ হাজারের মতো ফলোয়ার আছে। যার অনেক অংশ যুক্ত হয়েছে রান্নার ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর। ভিডিওটির ক্যাপশনে উমেশ লিখেছেন, ‘তাওয়া (কড়াই) নেই তো তাই।’ ১৫ সেকেন্ডের ভিডিওটিতে লাইক পড়েছে ২ মিলিয়নের বেশি। কমেন্টও প্রায় ১৩ হাজার। ইন্সটার মতো ফেসবুক ও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিওটি হাসির খোরাক জমিয়েছে। কমেন্ট বক্সেও তেমন মুন্সিয়ানা দেখিয়েছে দর্শকরা। পাঞ্জাবি অভিনেত্রী পারুল গুলাটি ভিডিওটিতে লিখেছেন, ‘আমার ইন্সটা ফিড আমাকে কখনও সারপ্রাইজড হতে দেয় না। ইস্ট অর ওয়েস্ট, ইন্ডিয়া ইজ বেস্ট।’ আরেকজন লিখেছেন, ‘আমি কতটা মাল্টিটাস্ক দেখুন।’ অন্যএকজন বলেছেন, ‘এই টেকনলজি ভারতের বাইরে যেতে দেওয়া উচিত নয়।’ এমন হাস্যরস ভরা কমেন্টের মাঝে সবচেয়ে বেশি কমেন্ট এসেছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালটু রাইট হ্যান্ড সাইড (LHS=RHS)।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়