চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে ‘আলোচিত কথিত নারী সাংবাদিক’ মাসুরা খাতুন ওরফে টুনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জেল ও জরিমানা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা বলেন, মোছা. মাসুরা খাতুন ওরফে টুনি সবার সামনে নিজের দোষ স্বীকার করেছেন। তাকে জীবননগর পৌরধীন টিএনটি রোডের কাজীপাড়ায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর অশ্লীল আচরণ করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ৭ দিনের জেল ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আদায় করা হয়েছে। সরেজমিনে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, টুনি প্রায় দেড় বছর ধরে জীবননগর টিএনটি পাড়ায় একটি চার তলা ভবনের চতুর্থ তলায় দুই রুমের বাসা নিয়ে একই থাকত। তবে তিনি নিয়মিত ভাড়া দিতেন না। আবার বাসায় বাইরে থেকে ছেলে-মেয়ে নিয়ে এসে অসামাজিক কার্যকলাপ করতেন। শনিবার টুনির রুমে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে টুনি ও এক ছেলে ও মেয়েকে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে টুনির রুম থেকে কনডম, চারটি বিদেশি ব্যান্ডের মদের খালি বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম ও কয়েকটি পত্রিকার কার্ড উদ্ধার করে। পুলিশ বিষয়টি জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনাকে জানালে তিনি ঘটনাস্থলে আসেন। তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে টুনিকে ৭ দিনের জেল ও ৫০০ টাকা জরিমানা করেন। এবং একই অপরাধ পরবর্তীতে না করার জন্য সতর্ক করেন।

