১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শার্শায় এক কোটি বিশ লাখ টাকা সোনার বারসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় এক কোটি বিশ লাখ টাকা মূল্যের ১০টি সোনার বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে। পুলিশ জানায়, চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে জিনস প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১৯২ দশমিক ৬৯ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করে; যার আনুমানিক সিজার মূল্য এক কোটি বিশ লাখ টাকা। সোনাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যেই সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। যশোরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান আছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়