১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় কালভার্ট ভেঙে ইট বোঝায় ট্রাক খালে সবধরনের যান চলাচল বন্ধ,ভোগান্তি চরমে

মাজহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় মধুখালী বাজার ও মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে খালের উপর অবস্থিত কালভাট ভেঙ্গে ইট বোঝাই ট্রাক খালে পড়েছে। সকল প্রকার জানবাহন চলাচল ও ছাত্র /ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্ততিতে পড়েছে এলাকাবাসী। উপজেলার দেলুটি ইউনিয়নের মধুখালী বাজার ও মধুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে খালের উপর ১৯৯০-৯১ অর্থবছরে একটি কালভার্ট নির্মিত হয়। মৎস্য খাতের উন্নয়নে থার্ড ফিশারিজ প্রকল্পের আওতায় এটা নির্মিত হয়। বুধবার বিকলে ৫ টার দিকে ইট বোঝাই ট্রাকের চাপে এটাভেঙ্গে পড়ে। স্থানীয়রা জানান, কালভার্টটি ভেঙে পড়ায় সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এ কারণে মধুখালীসহ ৭টি গ্রামের মানুষ চরম ভোগান্তি পড়েছে। বিশেষ করে স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা ও মৎস্য ব্যবসায়ী সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। সস্থানীয় ইউপি সদস্য চম্পক বিশ্বাস বলেন ডুমুরিয়া থেকে ট্রাকে করে স্থসনী স্বপন বিশ্বাস ইট নিয়ে আসছিলেন। যা কালভার্টের উপর উঠা মাত্রই ভেঙ্গে পড়ে।এটা অত্র এলাকয় বিভিন্ন অঞ্চলে যাতায়তের একটা সংযোগ স্তল। স্থানীয় নিশান বিশ্বাস বলেন, কালভার্টটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। , কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয়নি।এ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুকুমার কবিরাজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কালভার্টটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যদি দ্রুত ব্যবস্থা না নেয়া হয় তাহলে বিভিন্ন এলাকার সাথে মালামাল আনা নেয়াসহ সব কিছুই বন্ধ থাকবে। হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন আমি খবর পেয়ে ঘটনাস্থলে কর্মকর্তাদের পাঠিয়েছি। দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়