৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ 

চৌগাছায় জামায়াতের শোকরানা মিছিল

এম এ রহিম, চৌগাছা
যশোরের চৌগাছায় আওয়ামীলীগ নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শোকরানা মিছিল করা হয়েছে। রবিবার (১১ মে ) বিকেলে আনন্দ মিছিলটি শহরের কামিল মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিাত হয়। এতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতী ইসলামীর অন্যতম নেতা চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আলা উদ্দীন। অনন্যাদের মধ্যে বক্তৃতাকরেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমদ,বিশ্বাস, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা গিয়াস উদ্দীন,উপজেলা জামায়াতের অর্থ সম্পাদ মাস্টার ইমদাদুল হক, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক প্রমুখ। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং ভোটাধিকার পুনরুদ্ধারে এ সিদ্ধান্তটি একটি সময়োপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়