১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কনসার্ট না করার সিদ্ধান্ত শ্রেয়ার

প্রতিদিনের ডেস্ক॥
গান-বাজনা ছাড়া থাকতে পারেন না কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। আর সেই গায়িকাই গানের জলসা থেকে দূরে আছেন। ১০ই মে মুম্বইয়ে নিজের শহরবাসীদের গান শোনানোর কথা ছিল তার। শুক্রবার সমাজমাধ্যমে পোস্ট দিয়ে তিনি লেখেন, আপাতত গান-বাজনা শোনানোর মতো দেশের পরিস্থিতি নেই। তিনিও তাই মঞ্চানুষ্ঠান থেকে দূরে। তার কাছে দেশ আগে, জলসা পরে। তাই আপাতত কনসার্ট না করার সিদ্ধান্ত তার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়