১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

নড়াইলে অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

নড়াইল সংবাদদাতা
নড়াইল শহরের রুপগঞ্জ বাজারের হকার্স মার্কেটের অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিষ অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, নড়াইল শহরের রুপগঞ্জ বাজারে নড়াইল সড়ক ও জনপথ অধিদপ্তরের যায়গায় দোকান ঘর করে ব্যবসা করে আসছিলো ব্যবসায়ীরা। তাদের উচ্ছেদের নোটিশ দেয়া হলেও তারা তাদের মালামাল সরিয়ে না নেওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নড়াইল সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.সাজেদুল ইসলামসহ সেনাবাহিনী, পুলিশসহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়