১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে চাঁদপাড়া বন্ধু ও তার প্রেমিকাকে আটকে রেখে চাঁদাবাজি ছয় জনকে অভিযুক্ত করে মামলা

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার চানপাড়া এলাকায় বন্ধু ও তার প্রেমিকাকে আটকে রেখে চঁাদাবাজি এবং পরবতর্ীতে আরো ৬ যুবককে মারপিটে জখমের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শহরের চঁাচড়া ডালমিল এলাকার রুস্তম আলীর ছেলে জাবেদ বিশ্বাস (২০) দুইজনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
আসামিরা হলো, চানপাড়ার শফিয়ারের ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং একই এলাকার আকতার (২৫)। এজাহারে জাবেদ উল্লেখ করেছেন, তার বন্ধু চঁাচড়া ডালমিল এলাকার ফারুকের ছেলে নাহিয়ান (২০) এবং তার বান্ধবী (২০) গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চানপাড়া বাজারে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। সে সময় আসামিরা তাদের কাছে গিয়ে কোন কথা না বলে মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়। কারন জানতে চাইলে তাকে মারপিট করে। পরে তাদের একটি ফঁাকা মাঠের মধ্যে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে হুমকি দিয়ে ২০ হাজার টাকা চঁাদা দাবি করে। এক পর্যায়ে নাহিয়ানের ফোন ব্যবহার করে তার কাছে আসামি শরিফুল চঁাদা দাবি করে। টাকা না দিলে খুন করার হুমকি দেয়। বাধ্য হয়ে তিনি বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা পাঠান। এর আগে নাহিয়ানের কাছ থেকে ৫ হাজার ও তার বান্ধবীর কাছ থেকে ৩ হাজার টাকা কেড়ে নেয়। পরবতর্ীতে তিনি কয়েক বন্ধুকে সাথে নিয়ে সেখানে যান এবং নাহিয়ান ও তার বান্ধবীকে উদ্ধার করেন। সেখানে যাওয়া মাত্রই কাঠের বাটাম দিয়ে মারপিট করে। সে সময় ঠেকাতে গেলে বন্ধু সাকলাইন, সামিউর, রাহাদ এবং মঈনকে মারপিটে জখম করে। সে সময় চিৎকার শুনে বাজারের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনিসহ আহত বন্ধুরা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে থানায় মামলা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়