নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের রামনগর ইউনিয়নের তরফ সিংহ গ্রামে এক তিন বছরের শিশুকন্যার রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম খাদিজা খাতুন (৩)।সে মনিরামপুর উপজেলার মাছনা গ্রামের মোঃ হেলাল হোসেন ও মোছাম্মৎ সামিয়া খাতুনের কন্যা। জানা যায়, প্রায় চার বছর আগে হেলাল হোসেন ও সামিয়া খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। এই সংসারে খাদিজার জন্ম। তবে দাম্পত্য কলহের কারণে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। দুই মাস আগে সামিয়া খাতুন পুনরায় বিয়ে করেন যশোর সদরের রামনগর ইউনিয়নের সিরাজ সিঙ্গা গ্রামের মোঃ শহিদুল ইসলামকে। গত ১৫ মে রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং শহিদুল ইসলামের বাড়িতে মৃত্যু ঘটে। একই রাত ১২টার দিকে শিশুটির খালা সোনিয়া মোবাইল ফোনে খবরটি জানালে পিতা হেলাল হোসেন জানতে পারেন মেয়ের মৃত্যুর ঘটনা। শিশুটির পিতা মোঃ হেলাল হোসেনের দাবি, তার মেয়ে খাদিজাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এতে তিনি তার প্রাক্তন স্ত্রী সামিয়া খাতুনকে দায়ী করছেন। ১৬ মে (শুক্রবার) সকাল সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ বিষয়ে কোতোয়ালী থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে এবং মৃতদেহ ময়নাতদন্ত শেষে তার পিতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।