২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরার হিমসাগরে ভরপুর বাজার, কেজি ৫৫ টাকা

আব্দুল আলিম, সাতক্ষীরা
বাজারে আসতে শুরু করেছে সাতক্ষীরার সুমিষ্ট হিমসাগর আম। নতুন সময় অনুযায়ী ১৫ মে থেকেই আম সংগ্রহ ও বাজারজাত শুরু হয়ে গেছে। এরই মধ্যে হিমসাগর আমে ভরে গেছে বাজার। সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার ঘুরে দেখা গেছে, প্রতি মণ হিমসাগর আম বিক্রি হচ্ছে ১৮০০-২২০০ টাকায়। যা কেজিতে পড়ছে ৪৫-৫৫ টাকা। চাষিদের দাবির মুখে আম সংগ্রহের এই সময়সূচিতে পরিবর্তন আনা হয়। বুধবার (১৪ মে) রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। চাষিরা বলছিলেন, ২০ মে’র আগে আম পাকার পরও প্রশাসনিক ক্যালেন্ডার অনুযায়ী বাজারে আম তোলা যাচ্ছিল না। ফলে পরিপক্ব হিমসাগর আম ঝরে পড়ে নষ্ট হচ্ছিল। পাশাপাশি বাজারে সময়মতো আম তুলতে না পারায় তারা ন্যায্যদাম থেকেও বঞ্চিত হচ্ছিলেন। সভায় দীর্ঘ আলোচনার পর গরমের কারণে আম অস্বাভাবিকভাবে দ্রুত পরিপক্ব হওয়ায় জাতীয় স্বার্থে সময়সূচি এগিয়ে আনার সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক বলেন, চাষিদের স্বার্থ, বাজার পরিস্থিতি ও আবহাওয়ার বাস্তবতা বিবেচনা নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে নির্দিষ্ট তারিখের আগে কেউ যাতে কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ব আম বাজারে না আনে, সেদিকে প্রশাসন কঠোর নজরদারি বজায় রাখবে। সাতক্ষীরা সদর উপজেলার আমচাষি আক্তার হোসেন জানান, প্রশাসন যদি তিন-চার দিন আগেই অনুমতি দিতো, তাহলে আমরা অনেক বেশি লাভ করতে পারতাম। এখন দাম পড়ে গেছে, আমরা ক্ষতির মুখে। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, জেলার সাতটি উপজেলায় এবার প্রায় ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে ৬২ হাজার টন আম উৎপাদন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে হিমসাগর, আম্রপালি ও ল্যাংড়া জাতের আম। সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী, সাধারণ সম্পাদক রজব আলীসহ জেলার বিভিন্ন উপজেলার আমচাষি প্রতিনিধি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়