নিজস্ব প্রতিবেদক
যশোরের বাগডাঙ্গা বাবুবাজারে মোবাইল ফোনে জুয়া খেলার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৩জন গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আহতরা হলেন-বাগডাঙ্গার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল ইসলাম হিরো (২৮), ইব্রাহিম বিশ্বাসের ছেলে সাকিব (২৬) ও মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস (৫৩)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ মে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাবুবাজারে মাইদুলের চায়ের দোকানের সামনে অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। প্রথমে সাইফুল ইসলাম হিরো ও সাকিব-ইব্রাহিমের মধ্যে তর্কাতর্কি হয়, যা ধীরে ধীরে রূপ নেয় হাতাহাতিতে। এক পর্যায়ে ছুরিকাঘাতে ৩ জনই আহত হন। সাইফুল ইসলামের পেটের নিচের অংশে গুরুতর জখমপ্রাপ্ত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সাইফুলের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় করা হয়েছে। অপর দুইজন যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় অনলাইন জুয়া আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে যুব সমাজ মারাত্মক হুমকির মুখে পড়বে বলে মনে করছেন সচেতন মহল। জানা গেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নজরদারি রাখছে পুলিশ।

