১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে যৌতুক ও সন্তান অস্বীকারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা

নিজস্ব প্রতিবেদক
যশোরে সন্তানকে অস্বীকার করা এবং যৌতুক দাবিতে গালিগালাজ ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শহরের পূর্ব বারান্দী মালোপাড়ার স্বপন কর্মকার বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলা করেন। আসামি সম্রাট মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের সমীর মন্ডলের ছেলে। বাদী মামলায় উল্লেখ করেছেন, তার মেয়ে স্বর্নালীর সাথে দেড় বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারই সূত্র ধরে মায়ের বেশ কিছু স্বর্ণালংকার নিয়ে আসামি সম্রাটের সাথে বাড়ি থেকে শরীয়তপুরের একটি কালী মন্দিরের পুরোহিতের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। কিছুদিন যেতেনা যেতেই তার মেয়েকে যৌতুক দাবিতে নির্যাতন শুরু করে তার স্বামী। ফলে বাধ্য হয়ে কয়েক কিস্তিতে জামাই সম্রাটকে আট লাখ টাকা দেয়া হয়। এরই মধ্যে অন্তঃসত্বা হয়ে পড়েন মেয়ে স্বর্নালী। কিন্তু যৌতুক দাবিতে নির্যাতনও বাড়িয়ে দেয়া হয়। ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি তার মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেন। ২ জুন মেয়ে পুত্র সন্তান প্রসব করেন। একই বছরের ১৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে মেয়েকে যৌতুকের জন্য গালিগালাজসহ আত্মহত্যার প্ররোচনা করে সম্রাট। কিছুক্ষণ পরে তার মেয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় স্বর্ণালীর বাবা স্বপন কর্মকার গত ২২ এপ্রিল যশোর আদালতে মামলা করেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত আলী মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন। একই সাথে পঁাচ কার্য্য দিবসের মধ্যে আদালতকে অবহিত করার জন্য আদেশ দেয়া হয়েছিল। সেই আদেশে গত ১৪ মে থানা পুলিশ মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়