১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে শংকরপুরে দম্পতিসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক দম্পতিসহ একই পরিবারের তিনজনকে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে তিনজনকে। এরা হলো, জমাদ্দারপাড়ার মৃত হায়দার আলীর ছেলে নুর আলম সবুজ (৩৫), সবুজের মা আনোয়ারা বেগম (৫৫) এবং বোন শাহান আক্তারকে (৩৭)। ওই পাড়ার মৃত মোশরাফ মোল্লার ছেলে মনির হোসেন কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। সে কারনে প্রায় সময় তার ভাই সোহাগ মোল্লাকে (৪২) হুমকি দিতো। গত ১৩ মে আসামিরা সকালে তার বাড়ির মধ্যে যায় এবং নোংরা ভাষায় গালিগালাজ করতে থাকে। সে সময় তার ভাই নিশেধ করলে আরো ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। একটি দা দিয়ে আসামি সবুজ কোপ মারতে যায়। সেসময় হাত দিয়ে ঠেকালে তিনি জখম হন। এরপর তার ভাই শ্রাবণী বেগম (৩০) ঠেকাতে এগিয়ে আসলে তাকেও মারপিটে জখম করে। তার শ্লীলতাহানী ঘটনায়। এ সময় তিনিও ঠেকাতে গেলে তাকেও মারপিটে জখম করে। এ সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হুমকি দিয়ে ফিরে যায়। পরে তার ভাই সোহাগকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে গ্রহণ করে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়