১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে কিশোরী অপহরণের ১০ দিন পর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
যশোরে ১৪ বছরের কিশোরী জুলিয়া খাতুন অপহরণের ১০ দিন পর উদ্ধার হয়েছে। এ ঘটনায় অপহরণকারী সেতু (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ মে সকালে বারান্দীপাড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জুলিয়াকে ফুসলিয়ে অপহরণ করে সেতু। এ ঘটনায় জুলিয়ার বাবা জুলফিকার আলী ৯ মে কোতোয়ালি থানায় মামলা করেন। ১৫ মে সন্ধ্যায় অভয়নগরের বৌ বাজার এলাকা থেকে সেতুকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালতে সোপর্দ করা হয়। শনিবার (১৭ মে) জুলিয়ার ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়