প্রতিদিনের ডেস্ক॥
ক্রিকেট কিংবদন্তিদের নামে সিরিজের নামকরণের প্রচলন একেবারেই নতুন কোনো ধারণা নয়। ভারত-অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে চালু রেখেছে বোর্ডার গাভাস্কার ট্রফি। আবার অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে আছে বেনো-কাদির ট্রফি। শ্রীলংকা আর অস্ট্রেলিয়ার মধ্যেকার টেস্ট সিরিজ পরিচিতি পেয়েছে ওয়ার্ন-মুরালি ট্রফি নামে।
এবার হয়ত তেমন কিছুই দেখা যাবে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এর পক্ষ থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যেকার টেস্ট সিরিজকে শচীন টেন্ডুলকার এবং জেমস অ্যান্ডারসনের নামে নামকরণের আহ্বান জানানো হয়েছে। সিরিজের নাম হতে পারে টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি।
২০০৭ সাল থেকে ইংল্যান্ডের মাটিতে আয়োজিত ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের নাম ছিল পাতৌদি ট্রফি। ভারতের ক্রিকেটের একেবারেই শুরুর দিকের কিংবদন্তি ইফতিখার আলী খান পাতৌদি এবং মনসুর আলী খান পাতৌদির সম্মানে আয়োজন করা হতো এই পাতৌদি ট্রফির। তবে দিনকয়েক আগেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, এবার তারা একটি নতুন ট্রফি নিয়ে আসতে চায়। আর এজন্যে বেছে নেয়া হয়েছে শচীন টেন্ডুলকার এবং জেমস অ্যান্ডারসনের নাম। বিসিসিআইয়ের এক কর্তা ভারতের এক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘‘দুই দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটারদের নামে নতুন ট্রফির নামকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিসিসিআই এতে আপত্তি করবে। তা ছাড়া ইংল্যান্ডের মাটিতে আয়োজিত টেস্ট সিরিজের জয়ী দলকে কী ট্রফি দেওয়া হবে, সেটা ইসিবির সিদ্ধান্ত।’ভারতের ইতিহাসে তো বটেই, টেস্ট ক্রিকেটেই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন শচিন টেন্ডুলকার। ২০০টি টেস্ট খেলেছেন ২৪ বছরের ক্যারিয়ারে। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ১৫ হাজার ৯২১ রান করার কৃতিত্বও তার। আছে সর্বোচ্চ ৫১ সেঞ্চুরি।
সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের সাবেক এই পেসার ১৮৮টি টেস্ট খেলে নিয়েছেন ৭০৪টি উইকেট। তিনি ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রাহক। পেসারদের বিবেচনায় অবশ্য তিনিই সবার ওপরে। দুজনের দ্বৈরথও ছিল দেখার মতোই। টেস্ট ক্যারিয়ারে ৯ বার শচিনকে আউট করেছিলেন অ্যান্ডারসন। নিজ নিজ দেশেও দুই ক্রিকেটার হয়েছেন সম্মানিত। শচিন টেন্ডুলকার ২০১৪ সালে পেয়েছেন ভারতরত্ন পদক। আবার জেমস অ্যান্ডারসন পেয়েছেন নাইটহুড সম্মাননা।
২০০৭ সাল থেকে পাঁচ বার পতৌদি ট্রফিতে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-ভারত। প্রথম বার সিরিজ় জিতেছিল ভারত। তার পর টানা তিন বার ২০১১, ২০১৪ এবং ২০১৮ সালে সিরিজ জেতে ইংল্যান্ড। ২০২১ সালের সিরিজ ড্র হলে ট্রফি নিজেদের কাছে রেখে দেয় ইংল্যান্ড। এবার সেই ট্রফি চলে যাচ্ছে অবসরে। সময় হয়েছে নতুন এক ট্রফির।