১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কাজ শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় এসআই নিহত

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় কে এম মুনসুর আলী সুমন (৪০) নামের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ৪ সেক্টর নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন এসআই সুমন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রোববার (১৮ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সুমন খান দক্ষিণখান থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা রেলওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, সুমন খানের বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়