মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছা উপজেলায় ইউরোপিয়ন ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশের অর্থায়নে ও ডরপ ইভলভ প্রকল্পোর সহযোগীতায় গড়ইখালী ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উম্নুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গড়ইখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরুর সভাপতিত্বে ও ডরপ্ ইভলভ প্রকল্পের রুমানা পারভীনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ইউপি সচিব তৈয়বুর রহমান, ইউপি সদস্য শরত চন্দ্র মন্ডল,আয়ুব আলী,যমুনা রানী বৈদ্য,সিএসও সদস্য সঞ্জয় মন্ডল,ইমা আক্তার,রেহানা পারভীনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় ২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বাজেটের চাহিদা তুলে ধরা হয়।

