১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কারিগরি শিক্ষার প্রসার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : ড. খ ম কবিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
এইচএসসির বিএম,বিএমটি ও এইচএসসি ভোকেশনার পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর ভাবে গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উদ্যোগে যশোর পলিটেকনিক কলেজের অনুষ্ঠিত কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। তিনি বলেন, কারিগরি শিক্ষা এদেশের ভবিষ্যৎ। কারিগরি শিক্ষার প্রসার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আর স্বপ্নবিহীন, শৃঙ্খলা বিহীন শিক্ষকদের দিয়ে এ শিক্ষার প্রসার সম্ভব হবে না। কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের অনেকেরই দেরীতে আসায় ক্ষোভ প্রকাশ করে বলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে উচ্চতর স্থানে নিয়ে যেতে আমি সারা দেশে ঘুরে বেড়াচ্ছি। পরীক্ষার বিষয়ে বলেন, ৫ আগস্টের আগে কেন্দ্রে নকল করে ও কথা বলে পরীক্ষা দেয়া হয়েছে। খাতা সহজ ভাবে দেখে পান করানো হয়েছে। এভাবে যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারা নিজেদের সন্তানকে বিদেশে রেখে লেখাপড়া করিয়েছেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা নূরুল হক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের (ভোকেশনাল) পরিচালক প্রকৌশলী রেজাউল হক, কারিগরি শিক্ষা অধিদপ্তরে আঞ্চলিক পরিচালক মিজানুর রহমান, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিনের সভাপতিত্বে পেপার প্রেজেন্টেশন করেন কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী আবুল কালাম আজাদ, স্বাগত বক্তব্য রাখেন যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রশিদুল আমীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের চিপ ইনস্ট্রাকক্টর ফারুক হোসেন। মতবিনিময় সভায় খুলনা বিভাগের ২১০ জন কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন। এরপর দুপুরে জিলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলিম পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর ভাবে গ্রহনের লক্ষে মাদ্রাসার কেন্দ্র সচিদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়