সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে প্রকৃতি মেডিকপস্ স্বাস্থ্য সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় পৌরসভার বলিদাপাড়াস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আতাউর রহমান মিটন এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাধারন সম্পাদক আনোয়ার হুসাইন, প্রভাত কুমার ব্যানার্জী, মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক, সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ রোকেয়া খাতুন,মহিলা কলেজের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস রুপালি ,রাইগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসরাইল হোসেন, সাংবাদিক সোহেল আহম্মেদ, পল্লব কুমার মৈত্র, ও সাংবাদিক শাহজাহজান আলী বিপাশ প্রমুখ।এই হাসপাতালে সার্বক্ষণিক ডাক্তার নার্স এবং প্যাথোলজি সমস্ত পরীক্ষা নামমাত্র মূল্যে করানোর সিদ্ধান্ত হয়। প্রতি মাসে একবার করে হলেও ঢাকা থেকে অধ্যাপক লেভেলের ডাক্তার এনে ফ্রি মেডিকেল ক্যামপ করানো সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া বাৎসরিক সাধারণ সভায় গত অর্থবছরের আয় ব্যয় হিসাব ও সম্ভাব্য বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উল্লেখ্য, প্রকৃতি মেডিকপস্ স্বাস্থ্য সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে কালীগঞ্জে কাজ করছে এই সমিতির সদস্য প্রায় ৮৫০জন।

