কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুর-কুমারগঘাটা ভায়া কলাগাছি নির্মাণাধীন সড়কে পাথরের পরিবর্তে ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। রোববার (২৫ মে) বিষয়টি জানতে পেরে জনতার বাধার মুখে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর। জানা গেছে, কেশবপুর টু কুমারঘাট ভায়া কলাগাছি ১৫ কিলোমিটার সড়কের নির্মাণকাজ শুরু হয়েছে গত প্রায় তিন বছর আগে। ২০ কোটি টাকা ব্যয়ে এই সড়কের নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান গোপালগঞ্জের কামরুল অ্যান্ড ব্রাদার্স। সাব ঠিকাদার হিসেবে সড়কের কাজটি করেছেন মনিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের পিতা মৃত সামছুর রহমান দফাদারের ছেলে আব্দুল খালেক দফাদার। ওই সড়কের বর্তমান নির্মাণকাজ চলছে কলাগাছি টু কাটাখালি সড়কে। স্থানীয় বাসিন্দারা জানান, রোববার দুপুরে কলাগাছি বাজারের অদূরে সড়কের পিচ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় স্থানীয় বাসিন্দারা জানতে পারেন, সড়কের পিচ ঢালাইয়ের কাজে পাথরের পরিবর্তে ইটের খোয়া দিয়ে ঢালায় দেওয়া হচ্ছে। পরে সাংবাদিকদের উপস্থিতিতে চ্যালেঞ্জ করে ইটের খোয়া দিয়ে ঢালাইয়ের কাজের সত্যতা নিশ্চিত করে কাজ বন্ধ করে দেন তারা। এ বিষয়ে সাব ঠিকাদার আব্দুল খালেক বলেন, পাথর যেখানে রাখা ছিল ওই খানে কিছু পুরাতন ইটের খোয়া ছিল। ওই খোয়া হয়তো তার মধ্যে মিশে গেছে।কেশবপুর উপজেলা প্রকৌশলী নাজমুল হক বলেন, স্থানীয় জনসাধারণের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সঙ্গে সঙ্গে পত্র প্রেরণের মাধ্যমে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

